জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক থেকে ব্যবহারকারীদের ফেসবুকের দিকে নজর ফেরাতে রিলে ভিউনির্ভর পেমেন্ট দিতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটা\
ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিল থেকে ভিউনির্ভর অর্থ প্রদানের বিষয়ে ভাবছে টেক জায়ান্ট মেটা। চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক থেকে ব্যবহারকারীদের ফেসবুকের দিকে নজর ফেরাতে এমন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রযুক্তি কোম্পানিটি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ মে) এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানিয়েছে মেটা।
বিবৃতিতে জানানো হয়েছে, মেটা রিল নামে সংক্ষিপ্ত আকারের ভিডিওগুলোর পেমেন্ট বা অর্থ প্রদানের জন্য একটি নতুন মডেল পরীক্ষা করছে। শুধু দর্শকদের বিজ্ঞাপন দেখানোর ওপর ভিত্তি করে যে উপার্জন, তা থেকে তারা দূরে সরে আসছে। তাদের ধারণা, এটি নির্মাতাদের আরও বিনোদনমূলক ভিডিও পোস্ট করতে উৎসাহিত করবে। এছাড়া, এতে করে ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতারা তাদের অ্যাপগুলোতে আরও বেশি সময় এবং অর্থ ব্যয় করতে আগ্রহী হবে।
চীনা মালিকানাধীন টিকটকের সঙ্গে স্ক্রিন টাইম নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে মেটা। টিকটকের ফিডে স্ক্রল করতে থাকলে দেখা যায়, সেখানে ছোট ছোট ভিডিওগুলোর কোনো শেষ নেই। একটির পর একটি আসতেই থাকে। যার কারণে ব্যবহারকারীরা অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপের তুলনায় টিকটকে স্ক্রল করার পেছনে বেশি সময় ব্যয় করে।
পরে ফেসবুকও চালু করে রিল। আকারে ছোট ভিডিও পোস্ট করার সুযোগ থাকায় ফেসবুকে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস ও স্টোরিজ–সুবিধা। রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনাও করেছে মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ বিভাগে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা ভার্চ্যুয়ালি সেগুলো পরখ করার সুযোগ পাবেন।
মেটার তথ্যমতে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন–সুবিধা চালুর জন্য কাজ চলছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের কাছে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিজেদের পণ্যের প্রচারণা চালানো যাবে। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে কল টু অ্যাকশন নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে সহজেই বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।