আগামী ১৮ জুনের মধ্যে দেশে গ্রামীণ ইউনিক্লোর সমস্ত আউটলেট বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো।
বুধবার (১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ জুনের মধ্যে তারা দেশের সমস্ত আউটলেট বন্ধ করে দেবে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় চারটি শোরুম বন্ধ করে দেয় গ্রামীণ ইউনিক্লো।
পোশাক ব্র্যান্ডটির অনেক ক্রেতা এই ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন।
জাপান ও এশিয়ার নম্বর-১ পোশাক ব্র্যান্ড হলো ইউনিক্লো। ২০১১ সালে সামাজিক ব্যবসায়ের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লো প্রতিষ্ঠা হয়।