টাটা মোটরসের নতুন বাস উদ্বোধন

বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস এবং এর অনুমোদিত পরিবেশক নিটল মোটরস বাংলাদেশে নতুন টাটা এলপিও-১৬১৬ বাস চেসিস উদ্বোধন করেছে। আন্তনগর এবং দূরপাল্লার বাস হিসেবে টাটা এলপিও-১৬১৬ দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হওয়ার দুর্দান্ত সুযোগ। বাসটি তৈরির সময় টাটা মোটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স এবং চালনাক্ষমতার (ড্রাইভ অ্যাবিলিটি) ওপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি–সাশ্রয়ী এবং যাত্রী ও চালক—উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহনমালিকদের মুনাফা বাড়িয়ে দেবে ও তাঁরা কম খরচে এর মালিক হতে পারবেন।

এ বিষয়ে টাটা মোটরসের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল ভেহিক্যাল বিজনেস) অনুরাগ মেহরোত্রা বলেন, ‘বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে টাটা মোটরস আধুনিক মোবিলিটি সল্যুশনের মাধ্যমে এ দেশে স্বতন্ত্র সেবা প্রদান করে আসছে। টাটা এলপিও-১৬১৬ বাস প্ল্যাটফর্মটি আমাদের সেসব ক্রেতার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে, যাঁরা ভালো পারফরম্যান্সের পাশাপাশি গাড়িটি থেকে অধিক মুনাফা এবং স্বল্প খরচে সেই বাসটির মালিক হতে চান। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়িবহরের এই নতুন গাড়ির সঙ্গে দেশব্যাপী নিটল মোটরসের উৎকৃষ্ট মানের সেবা প্রদান অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন এই পণ্যটি পরিবহনমালিকদের জন্য অধিক লাভজনক এবং যাত্রীদের জন্য হবে স্বাচ্ছন্দ্যময়।’

নতুন বাসটি উদ্বোধন প্রসঙ্গে নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা এ দেশে টাটা মোটরসের সর্বশেষ সংযোজন টাটা এলপিও-১৬১৬ বাস চেসিস পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। নিটল মোটরস টাটা মোটরসের গর্বিত পরিবেশক। আমরা নিশ্চিত, নতুন এই পণ্যটি অটোমোবাইলশিল্পে একটি গেম চেঞ্জার হবে। গ্রাহকদের গুণগত মানের পণ্য এবং সেবা প্রদান করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির লাইনআপে নতুন যোগ হওয়া এই বাহনটি গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।’

টাটা এলপিও-১৬১৬-এর মূল বৈশিষ্ট্য—

• এটি দেয় আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা ও সহজে বাসের মালিক হওয়ার সুযোগ।
• জি-৬০০ গিয়ারবক্সসহ পরীক্ষিত কামিন্স ৫.৯ এল ইঞ্জিনযুক্ত
• ১৪০০ আরপিএম-এ ১৬০ এইচপি শক্তি এবং ৫৬৯ এনএম টর্ক
• টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিংযুক্ত ওয়েভেলার সাসপেনশন
• ৫৭০০ এমএম হুইল বেসে পাওয়া যাচ্ছে
• দেশসেরা বিক্রয়োত্তর সেবার সঙ্গে সহজলভ্য স্পেয়ার পার্টসের নিশ্চয়তা।
উল্লেখ্য, টাটা গ্রুপের অংশ টাটা মোটরস লিমিটেড বিশ্বের অটোমোবাইল

প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। যেটি কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক এবং বাস তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই-মোবিলিটি সল্যুশন প্রদান করছে। টাটা মোটরস বর্তমানে ভারতের বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মার্কেট লিডার ও প্রাইভেট কারের ক্ষেত্রে প্রথম তিনের মধ্যে অবস্থান করছে।
অন্যদিকে নিটল নিলয় গ্রুপের প্রধান অঙ্গসংস্থা হলো নিটল মোটরস লিমিটেড, যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মোটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে দেশের বাণিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করছে।

বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস এবং এর অনুমোদিত পরিবেশক নিটল মোটরস বাংলাদেশে নতুন টাটা এলপিও-১৬১৬ বাস চেসিস উদ্বোধন করেছে। আন্তনগর এবং দূরপাল্লার বাস হিসেবে টাটা এলপিও-১৬১৬ দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হওয়ার দুর্দান্ত সুযোগ। বাসটি তৈরির সময় টাটা মোটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স এবং চালনাক্ষমতার (ড্রাইভ অ্যাবিলিটি) ওপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি–সাশ্রয়ী এবং যাত্রী ও চালক—উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহনমালিকদের মুনাফা বাড়িয়ে দেবে ও তাঁরা কম খরচে এর মালিক হতে পারবেন।

এ বিষয়ে টাটা মোটরসের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল ভেহিক্যাল বিজনেস) অনুরাগ মেহরোত্রা বলেন, ‘বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে টাটা মোটরস আধুনিক মোবিলিটি সল্যুশনের মাধ্যমে এ দেশে স্বতন্ত্র সেবা প্রদান করে আসছে। টাটা এলপিও-১৬১৬ বাস প্ল্যাটফর্মটি আমাদের সেসব ক্রেতার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে, যাঁরা ভালো পারফরম্যান্সের পাশাপাশি গাড়িটি থেকে অধিক মুনাফা এবং স্বল্প খরচে সেই বাসটির মালিক হতে চান। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়িবহরের এই নতুন গাড়ির সঙ্গে দেশব্যাপী নিটল মোটরসের উৎকৃষ্ট মানের সেবা প্রদান অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন এই পণ্যটি পরিবহনমালিকদের জন্য অধিক লাভজনক এবং যাত্রীদের জন্য হবে স্বাচ্ছন্দ্যময়।’

নতুন বাসটি উদ্বোধন প্রসঙ্গে নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা এ দেশে টাটা মোটরসের সর্বশেষ সংযোজন টাটা এলপিও-১৬১৬ বাস চেসিস পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। নিটল মোটরস টাটা মোটরসের গর্বিত পরিবেশক। আমরা নিশ্চিত, নতুন এই পণ্যটি অটোমোবাইলশিল্পে একটি গেম চেঞ্জার হবে। গ্রাহকদের গুণগত মানের পণ্য এবং সেবা প্রদান করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির লাইনআপে নতুন যোগ হওয়া এই বাহনটি গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।’

টাটা এলপিও-১৬১৬-এর মূল বৈশিষ্ট্য—

• এটি দেয় আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা ও সহজে বাসের মালিক হওয়ার সুযোগ।
• জি-৬০০ গিয়ারবক্সসহ পরীক্ষিত কামিন্স ৫.৯ এল ইঞ্জিনযুক্ত
• ১৪০০ আরপিএম-এ ১৬০ এইচপি শক্তি এবং ৫৬৯ এনএম টর্ক
• টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিংযুক্ত ওয়েভেলার সাসপেনশন
• ৫৭০০ এমএম হুইল বেসে পাওয়া যাচ্ছে
• দেশসেরা বিক্রয়োত্তর সেবার সঙ্গে সহজলভ্য স্পেয়ার পার্টসের নিশ্চয়তা।
উল্লেখ্য, টাটা গ্রুপের অংশ টাটা মোটরস লিমিটেড বিশ্বের অটোমোবাইল

প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। যেটি কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক এবং বাস তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই-মোবিলিটি সল্যুশন প্রদান করছে। টাটা মোটরস বর্তমানে ভারতের বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মার্কেট লিডার ও প্রাইভেট কারের ক্ষেত্রে প্রথম তিনের মধ্যে অবস্থান করছে।
অন্যদিকে নিটল নিলয় গ্রুপের প্রধান অঙ্গসংস্থা হলো নিটল মোটরস লিমিটেড, যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মোটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে দেশের বাণিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করছে।

লেখক থেকে আরো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

আরও কত বছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি?

বাংলাদেশের অর্থনীতি আরও এক বছর চাপে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি কমে ৪ শতাংশ হবে। তবে...

ডলারের বিপরীতে টাকার মান কমছে কেন?

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান কমছে। এর ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা জানান, টাকার মান কমে যাওয়ার পেছেনে বেশ কিছু...

প্যারিসে গাড়ির প্রদর্শনীতে চীনের বৈদ্যুতিক গাড়ির আধিপত্য

চীনা পণ্য আমদানিকে নিরুৎসাহিত করতে বরাবরই শুল্ক আরোপের চর্চা অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব। এই ধারাবাহিকতায় চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে আগামী পাঁচ বছরে শুল্ক ১০...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।