টিকে গ্রুপ আজ সুপরিচিত ‘‌ফাস্ট মুভার’

পণ্যের মান তৈরি করার সময় একটি পার্থক্য গড়ে দেয়ার মিশন নিয়ে দুই ভাই মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ আবুল কালাম মিলে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেছিলেন টিকে গ্রুপ। টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানির মধ্য দিয়ে ব্যবসা শুরু করলেও ৫২ বছরে পা দেয়া দেশের শীর্ষস্থানীয় এ শিল্পপ্রতিষ্ঠানে এখন উৎপাদনমুখী কারখানার সংখ্যা দাঁড়িয়েছে অর্ধশতাধিক।
১৯৮৩ সালে সয়াবিন তেল আমদানি হতো পরিশোধিত আকারে। সরকার থেকে লাইসেন্স বা নিবন্ধন নিয়ে কালুরঘাটে গড়ে তোলেন টিকে অয়েল রিফাইনারি। দুই দশকে ভোজ্যতেলের বাজারে শীর্ষে থেকে অনেকেই ছিটকে পড়লেও এ উত্থান-পতনে আজও শীর্ষস্থান ধরে রেখেছে টিকে।
শুধু পরিশোধনের কারখানা নয়, নারায়ণগঞ্জে সয়াবিন বীজ মাড়াই করে তেল ও প্রাণিখাদ্য উৎপাদনের কারখানায়ও বিনিয়োগ করেছে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান। ভোজ্যতেল ছাড়াও গড়ে তুলেছে আটা-ময়দার কারখানা। পুষ্টি ব্র্যান্ড নামেই ভোজ্যতেল ও আটা-ময়দা বাজারজাত করছে গ্রুপটি। পণ্য বিপণন ব্যবস্থা থেকে শুরু করে গ্রুপের শিল্পে এখন রয়েছে চা বাগান, ভোজ্যতেল শোধনাগার, রাসায়নিক কারখানা, কাগজ কারখানা, কণা বোর্ড কারখানা, চামড়া প্রক্রিয়াকরণ ইউনিট, ভোক্তা ব্র্যান্ড, সিমেন্ট কারখানা, টেক্সটাইল, সুতাসহ আরো পণ্য।
ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ অর্ধশতাধিক উৎপাদন ইউনিটে ছয় হাজার কর্মী একসঙ্গে কাজ করছেন। কেবল আকারেই নয় বৈচিত্র্যের প্রসার হয়েছে গ্রুপটির। পণ্যের পোর্টফোলিওতে ভোজ্যতেল, ময়দা, চা, সিমেন্ট, রাসায়নিক, কাঠের বোর্ড, হ্যাচারি থেকে শিপ বিল্ডিংয়ের মতো পণ্যসামগ্রী যুক্ত হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের গ্রুপটির বার্ষিক টার্নওভার এখন ১৮ হাজার কোটি টাকা। তবে সহযোগী প্রতিষ্ঠানের হিসাব ধরা হলে টার্নওভারের পরিমাণ আরো বাড়বে। প্রতিষ্ঠনটির সাফল্যের গল্পটি আজ বিশাল আকার ধারণ করে ব্যবসার জগতে সুপরিচিতি পেয়েছে ‘‌ফাস্ট মুভার’ হিসেবে।

পণ্যের মান তৈরি করার সময় একটি পার্থক্য গড়ে দেয়ার মিশন নিয়ে দুই ভাই মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ আবুল কালাম মিলে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেছিলেন টিকে গ্রুপ। টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানির মধ্য দিয়ে ব্যবসা শুরু করলেও ৫২ বছরে পা দেয়া দেশের শীর্ষস্থানীয় এ শিল্পপ্রতিষ্ঠানে এখন উৎপাদনমুখী কারখানার সংখ্যা দাঁড়িয়েছে অর্ধশতাধিক।
১৯৮৩ সালে সয়াবিন তেল আমদানি হতো পরিশোধিত আকারে। সরকার থেকে লাইসেন্স বা নিবন্ধন নিয়ে কালুরঘাটে গড়ে তোলেন টিকে অয়েল রিফাইনারি। দুই দশকে ভোজ্যতেলের বাজারে শীর্ষে থেকে অনেকেই ছিটকে পড়লেও এ উত্থান-পতনে আজও শীর্ষস্থান ধরে রেখেছে টিকে।
শুধু পরিশোধনের কারখানা নয়, নারায়ণগঞ্জে সয়াবিন বীজ মাড়াই করে তেল ও প্রাণিখাদ্য উৎপাদনের কারখানায়ও বিনিয়োগ করেছে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান। ভোজ্যতেল ছাড়াও গড়ে তুলেছে আটা-ময়দার কারখানা। পুষ্টি ব্র্যান্ড নামেই ভোজ্যতেল ও আটা-ময়দা বাজারজাত করছে গ্রুপটি। পণ্য বিপণন ব্যবস্থা থেকে শুরু করে গ্রুপের শিল্পে এখন রয়েছে চা বাগান, ভোজ্যতেল শোধনাগার, রাসায়নিক কারখানা, কাগজ কারখানা, কণা বোর্ড কারখানা, চামড়া প্রক্রিয়াকরণ ইউনিট, ভোক্তা ব্র্যান্ড, সিমেন্ট কারখানা, টেক্সটাইল, সুতাসহ আরো পণ্য।
ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ অর্ধশতাধিক উৎপাদন ইউনিটে ছয় হাজার কর্মী একসঙ্গে কাজ করছেন। কেবল আকারেই নয় বৈচিত্র্যের প্রসার হয়েছে গ্রুপটির। পণ্যের পোর্টফোলিওতে ভোজ্যতেল, ময়দা, চা, সিমেন্ট, রাসায়নিক, কাঠের বোর্ড, হ্যাচারি থেকে শিপ বিল্ডিংয়ের মতো পণ্যসামগ্রী যুক্ত হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের গ্রুপটির বার্ষিক টার্নওভার এখন ১৮ হাজার কোটি টাকা। তবে সহযোগী প্রতিষ্ঠানের হিসাব ধরা হলে টার্নওভারের পরিমাণ আরো বাড়বে। প্রতিষ্ঠনটির সাফল্যের গল্পটি আজ বিশাল আকার ধারণ করে ব্যবসার জগতে সুপরিচিতি পেয়েছে ‘‌ফাস্ট মুভার’ হিসেবে।

লেখক থেকে আরো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সম্পর্কিত নিবন্ধ

Advertismentspot_img

সাম্প্রতিক সংবাদ

আরও কত বছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি?

বাংলাদেশের অর্থনীতি আরও এক বছর চাপে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি কমে ৪ শতাংশ হবে। তবে...

ডলারের বিপরীতে টাকার মান কমছে কেন?

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান কমছে। এর ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা জানান, টাকার মান কমে যাওয়ার পেছেনে বেশ কিছু...

প্যারিসে গাড়ির প্রদর্শনীতে চীনের বৈদ্যুতিক গাড়ির আধিপত্য

চীনা পণ্য আমদানিকে নিরুৎসাহিত করতে বরাবরই শুল্ক আরোপের চর্চা অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব। এই ধারাবাহিকতায় চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে আগামী পাঁচ বছরে শুল্ক ১০...

সর্বশেষ খবরের সাথে আপ টু ডেট থাকতে চান?

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই! আপনার বিবরণ পূরণ করুন এবং আমরা আমাদের সকল আপডেট আপনাকে জানাবো।