অনলাইনের মাধ্যমে কর প্রদানের হার বাড়াতে চায় এনবিআর। সে লক্ষ্যকে সামনে সামনে রেখে
ই-রিটার্ন সেবা কেন্দ্র চালু করেছে এনবিআর।
আয়কর রিটার্ন দাখিলে এখন আর কর অঞ্চল গুলোতে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে অনলাইনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের কর দেওয়া যায়। তবে অনলাইনে রিটার্ন দাখিলের অনেক বিষয় না বোঝাসহ প্রযুক্তিগত সমস্যায় পড়েন করদাতারা। সমস্যার সমাধানে অনলাইনে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে এনবিআর। চালু করেছে ই-রিটার্ন সার্ভিস সেন্টার।
হিসেব বলছে দেশে টিআইএন হোল্ডারের সংখ্যা এক ১ কোটি ৪ লাখের বেশি। এর মধ্যে রিটার্ন জমা দেয় ৪০ লাখ করদাতা । যেখানে অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ ৪ লাখ। যা বাড়াতে চায় এনবিআর। সে লক্ষ্যকে সামনে রেখে ই-রিটার্ন চালু করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলেন এর মাধ্যমে কর প্রদান সংক্রান্ত তথ্য পাবেন করদাতারা। কর সংক্রান্ত সেবার আধুনিক আয়নে পাঁচ বছর আগে, অটোমেশনের কাজ শুরু করে এনবিআর। তবে এখন এক্ষেত্রে অগ্রগতি সামান্য বলে জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকায়। অনলাইনে সেবা পেতে সমস্যা তৈরি হচ্ছে।
কর ফাঁকি রোদে কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য নেয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
হিসেব বলছে চালুর পর ১৩ দিনে। অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ ছাড়িয়েছে ২০ হাজার। চলতি অর্থবছর ১০ থেকে ১৫ লাখ করদাতা। অনলাইনের মাধ্যমে, রিটার্ন দাখিল করবেন বলে আশা করা হচ্ছে