শেখ হাসিনা সরকারের শাসনামলে। গত দেড় দশকে, বহুমাত্রিক চ্যালেঞ্জে পরে দেশের অর্থনীতি। অর্থনৈতিক অব্যবস্থাপনা , দুর্নীতি, অর্থপাচার চরম আকারে পৌঁছায়। অপরিনামদর্শী প্রকল্পে, দেশি-বিদেশি ঋণ গ্রহণ করায়। অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক।
আওয়ামী লীগ সরকারের পতনের পর। অর্থনীতিকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। অন্তবর্তী কালীন সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন ও টাস্ক ফোর্স কমিটি।
বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য। অর্থনৈতিক কৌশল পুনঃ নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল, টাস্ক ফোর্স কমিটির প্রথম সভা। এতে অংশ নেন কমিটির ১২ সদস্য। টাস্ক ফোর্স কমিটির প্রধান জানান। চলমান ও পাইপ লাইনে থাকা প্রকল্প শেষ করতে, সরকারকে পরামর্শ দেবে কমিটি।
ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে। প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানান কমিটির প্রধান। বলেন, অর্থনীতিতে বিদ্যমান যেসব সমস্যা আছে। সেগুলো বিবেচনা নিয়েই বর্তমান প্রকল্পে অর্থায়ন করা হবে।
যদিও টাস্ক ফোর্স কমিটি এখনও, সংস্কারের জন্য সুনির্দিষ্ট ভাবে খাত নির্ধারণ করতে পারেনি। কমিটি আশা করছেন আগামী ডিসেম্বরের ২৪ তারিখে রিপোর্ট প্রকাশ করা হবে।
অর্থ বিভাগের তথ্য মতে, পতনের আগে, শেখ হাসিনা সরকার, ১৮ লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে গেছেন