আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে ৩৪ কোটি। অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও ১ কোটি বেশি, অর্থাৎ ৩৫ কোটি। বলা হচ্ছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি’র কথা। জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি এই অ্যাপটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে বিশ্বের শীর্ষ এআই চ্যাটবট তথা টুলগুলোর একটি হচ্ছে এটি। সম্প্রতি জানা গেছে, বিশ্বজুড়ে বর্তমানে ৩৫ কোটি মানুষ প্রতিমাসে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট টুলটি ব্যবহার করেন।
গুগল জেমিনি’র ব্যবহার গত বছর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবরে জেমিনি’র মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৯ মিলিয়ন বা ৯০ লাখ। সেটাই ৬ মাসের ব্যবধানে দাঁড়িয়েছে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটিতে। অর্থাৎ, বিগত ৬ মাসে টুলটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
তবে এআই টুলের জনপ্রিয়তায় এখনও শীর্ষে আছে ওপেনএআই’র চ্যাটজিপিটি। আদালতে জমা দেওয়া নথিতে গুগল উল্লেখ করেছে যে, চ্যাটজিপিটি’র সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি। গত সেপ্টেম্বরে মেটার প্রধান মার্ক জাকারবার্গের দেওয়া তথ্য অনুসারে মেটা এআই টুলটির মাসিক ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি।
মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিরূপণের প্রক্রিয়া প্রতিষ্ঠানভেদে ভিন্ন হলেও এটা স্পষ্ট যে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে গুগল জেমিনি’র ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে রীতিমতো উল্কার গতিতে।