আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের অংশ হিসেবে সুইজারল্যান্ডের ছয়টি ব্যাংকে রাখা ৩১ কোটি ডলার জব্দের আদেশ দিয়েছেন দেশটির আদালত। সংশ্লিষ্ট কৌঁসুলিদের সন্দেহ, ব্যাংক হিসাবগুলোর মালিক তাইওয়ানিজ নাগরিক চ্যাং চুং-লিং আদানি গ্রুপের হয়ে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর কাজ করছিলেন। খবর এফটি।
২০২১ সালের ডিসেম্বর থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে অপরাধ ও অর্থ পাচারের অভিযোগে সুইজারল্যান্ডে তদন্ত চলছে। সম্প্রতি ফেডারেল ক্রিমিনাল কোর্টের এক সিদ্ধান্তে দেখা গেছে, সম্পদ অবরুদ্ধকরণের বিরুদ্ধে করা একটি আপিল খারিজ করে দিয়েছেন দেশটির আদালত।
২০২৩ সালের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতির অভিযোগ তোলে মার্কিন শর্ট সেলিং প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। তবে এ সংস্থার প্রতিবেদন প্রকাশের আগেই সুইজারল্যান্ডে এ তদন্ত শুরু হয়। ওই প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয় তৃতীয় পক্ষকে ব্যবহার করে শেয়ারদর কৃত্রিমভাবে বাড়িয়েছে আদানি।
এদিকে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ।